চট্টগ্রাম, ১১ সেপ্টেম্বর ২০২৪: চলন্ত বাসে এক নারীকে ধর্ষণের অভিযোগে চট্টগ্রামের একটি আদালত বাস চালক আজাদ খান (২৩) এবং তার সহকারী সাহেদুল ইসলামকে (১৯) কারাগারে পাঠিয়েছে। ধর্ষণের শিকার ওই নারীর স্বামীর করা মামলার ভিত্তিতে গতকাল মঙ্গলবার তাদের গ্রেপ্তার করে পুলিশ।
নগর পুলিশের উপকমিশনার (বন্দর) শাকিলা সুলতানা জানান, গত ৬ সেপ্টেম্বর রাতে পটিয়া মনসা বাসস্ট্যান্ড থেকে বাসে ওঠেন ওই নারী। কর্ণফুলী থানার চারপাথরঘাটা শাহ আমানত সেতু টোল প্লাজার কাছে পৌঁছালে বাসের চালক ও সহকারী তাকে একা পেয়ে পেছনের আসনে নিয়ে ধর্ষণ করে। ঘটনার পর রাত সাড়ে ১১টার দিকে তাকে পটিয়ার শান্তিরহাট এলাকায় নামিয়ে দেওয়া হয়।
ভুক্তভোগী নারীর স্বামী পোশাক শ্রমিক হিসেবে কাজ করেন এবং ঘটনার পরদিন থানায় মামলা দায়ের করেন। কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, মামলার ভিত্তিতে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয় এবং আদালতে তারা ধর্ষণের কথা স্বীকার করে জবানবন্দি দেন। আদালত তাদের কারাগারে পাঠিয়ে দেন।