পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজ জয়ের পরই জাতীয় দলকে সংবর্ধনার ঘোষণা দিয়েছিল প্রধান উপদেষ্টার প্রেস উইং।
জয়ের পর দেশে ফিরেই ব্যস্ত সময় পার করছে জাতীয় দলের ক্রিকেটাররা। চলতি মাসেই তাদের ভারত সফর রয়েছে, সেই মিশনকে সামনে রেখে চলছে অনুশীলন।
অন্যদিকে, গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর থেকে ড. ইউনূসও নানা ব্যস্ততায় আছেন। তবে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। ক্রিকেটাররা মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার জাহিদ চৌধুরী।
উল্লেখ্য, আগস্ট-সেপ্টেম্বরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই টেস্ট খেলতে পাকিস্তান সফর করে বাংলাদেশ। সেই সফরে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ও টেস্ট সিরিজ জয়ের গৌরব অর্জন করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম টেস্টে ১০ উইকেটের বিশাল জয়ের পর দ্বিতীয় টেস্টেও ৬ উইকেটে জয় তুলে নেয় তারা।
সিরিজ জয়ের পর ড. ইউনূস জাতীয় দলকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘সরকার এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তোমাদের নিয়ে পুরো জাতি গর্বিত।’