ঢাকার বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম এবং রংপুরের বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। তাদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এই দুই বিভাগের কমিশনারদের পাশাপাশি, প্রশাসনের আরও কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। দেশের আটটি বিভাগে অতিরিক্ত সচিব পদমর্যাদার বিভাগীয় কমিশনার রয়েছেন, যারা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পেয়েছিলেন।
এদিকে, সদ্য নিয়োগপ্রাপ্ত আট জেলার জেলা প্রশাসক (ডিসি) নিয়োগের আদেশও বাতিল করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান জানিয়েছেন, নতুনভাবে নিয়োগ পাওয়া ডিসিদের মধ্যে ৫১ জন তাদের দায়িত্ব পালন করবেন, তবে বাকিরা পূর্বের অবস্থানেই থাকবেন।
বাতিল হওয়া ডিসিরা হলেন: মনোয়ারা বেগম (রাজবাড়ী), সুফিয়া আক্তার রুমী (লক্ষ্মীপুর), আবদুল আজিজ (শরীয়তপুর), মোহাম্মদ মনির হোসেন হাওলাদার (সিরাজগঞ্জ), মাহবুবুর রহমান (রাজশাহী), মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম (দিনাজপুর), ফারহানা ইসলাম (কুষ্টিয়া) এবং সাইদুজ্জামান (জয়পুরহাট)।
ছাত্র-জনতার আন্দোলনের পর অন্তর্বর্তীকালীন সরকার গত দুই দিনে ৫৯ জেলা প্রশাসককে নিয়োগ দেয়, যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। বঞ্চিত কর্মকর্তারা এই নিয়োগের বিরুদ্ধে আপত্তি তুলে মেধাবী, সৎ ও যোগ্য কর্মকর্তাদের নিয়োগের দাবি জানিয়েছেন।