সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে রাজধানীর পূর্বাচলে বরাদ্দ করা প্লট বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের ১০ জন আইনজীবীর পক্ষে মোহাম্মদ মিসবাহ উদ্দীন এই রিটটি দায়ের করেন।
রিটে শেখ হাসিনার পরিবারের সদস্যদের পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ বাতিলের দাবি জানানো হয়। এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সব অবৈধ বরাদ্দের বিরুদ্ধে তদন্ত এবং দুর্নীতি দমন কমিশন আইনে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।
এ বিষয়ে আইনজীবী মিসবাহ উদ্দীন জানান, শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা ও তার ছেলেমেয়েরা পূর্বাচলে প্লট বরাদ্দ পেয়েছেন, যা ২০২২ সালে বাস্তবায়িত হয়।