ভারতে সম্প্রতি এক নারী চিকিৎসককে দলবেঁধে ধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। পশ্চিমবঙ্গের আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে সংঘটিত এই বর্বরতার বিরুদ্ধে সব শ্রেণি-পেশার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। বলিউড, দক্ষিণী ও টালিউড তারকারাও প্রতিবাদে শামিল হয়েছেন।
এই ঘটনার উত্তাপের মধ্যেই দক্ষিণ ভারতের মালায়ালাম সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে ফের আলোচনায় এসেছে হেমা কমিটির প্রতিবেদন। এতে পুরুষ প্রযোজক, পরিচালক এবং অভিনেতাদের মাধ্যমে ইন্ডাস্ট্রি নিয়ন্ত্রিত হওয়ার বিষয়টি উঠে এসেছে। তবে এবার আরও একটি নতুন অভিযোগ আলোড়ন সৃষ্টি করেছে। অভিনেত্রী সৌম্যা এক পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের বিস্ফোরক অভিযোগ করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে সৌম্যা জানিয়েছেন, দিনের পর দিন এক পরিচালক তাকে ধর্ষণ করেছেন। তিনি আরও জানান, ওই পরিচালক তাকে মেয়ে বলে সম্বোধন করতেন এবং তার নোংরা কার্যকলাপ চালিয়ে যেতেন। ঘটনাটি ঘটার সময় তিনি কলেজ শিক্ষার্থী ছিলেন এবং ওই ব্যক্তি তার শিক্ষকও ছিলেন, যিনি তাকে নাচ শেখাতেন।
সৌম্যার ভাষ্যমতে, প্রথমদিকে নিজেকে অপরাধী মনে করতেন তিনি এবং বন্ধুবান্ধবদের কিছু বলতে ভয় পেতেন। কিন্তু পরে তার ওপর দিনের পর দিন চলে যৌন নির্যাতন। এক বছর ধরে চলা এই নির্যাতনের কথা মনে করে আজও শিউরে ওঠেন তিনি। তবে অভিযুক্ত পরিচালকের নাম প্রকাশ করেননি সৌম্যা।
এই ভয়াবহ অভিজ্ঞতার সঙ্গে লড়াই করে নিজেকে পুনরুদ্ধারে সৌম্যার ৩০ বছর সময় লেগেছে বলে জানিয়েছেন তিনি। এখন তিনি মধ্যবয়সী এবং নিজের জীবনের এই যন্ত্রণা কাটিয়ে ওঠার কথা প্রকাশ্যে এনেছেন।
ভারতে নারীর প্রতি নির্যাতনের এমন ঘটনা বারবারই উঠে আসছে। সমাজের সব স্তর থেকে এসবের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হচ্ছে। তবে অপরাধীদের বিচার প্রক্রিয়া কবে সুষ্ঠু ও কার্যকর হবে, সে প্রশ্ন থেকেই যাচ্ছে।
Indian narira to orna pore na. Tader deshe ai rokom howatai shavabik.