ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার কথা জোর দিয়ে বলেছেন। তিনি মনে করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনার ভূমিকার ‘নিষ্ঠুরতার’ বিচার না হলে বাংলাদেশের মানুষের মধ্যে শান্তি আসবে না।
গত রোববার ঢাকায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে এই সাক্ষাৎকারটি নেওয়া হয়, যা আজ বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে।
সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, ‘তাকে (শেখ হাসিনা) ফিরিয়ে আনতেই হবে। না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না। তার দেখানো নৃশংসতার বিচার হওয়া আবশ্যক।’
শেখ হাসিনার ভারত থেকে করা বিভিন্ন রাজনৈতিক মন্তব্যেরও সমালোচনা করেন ড. ইউনূস। তিনি বলেন, ‘এটি দুই দেশের জন্যই অস্বস্তিকর এবং অবন্ধুসুলভ আচরণ।’
ড. ইউনূস আরও উল্লেখ করেন যে, বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আগ পর্যন্ত ভারত চাইলে তাকে রাখতে পারে, তবে তাকে চুপ থাকতে হবে। তিনি বলেন, ‘ভারতে তার অবস্থান নিয়ে কেউ স্বস্তিতে নেই। তিনি যদি চুপ থাকতেন, তাহলে আমরা তা ভুলে যেতে পারতাম। কিন্তু তিনি সেখানে বসে ধারাবাহিকভাবে কথা বলে যাচ্ছেন, যা সমস্যাজনক।’