চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া বাজার সংলগ্ন দৃষ্টিনন্দন পার্ক ও ব্রিজ চত্বরে শতাধিক অবৈধ দোকানপাট থেকে মাসে অন্তত চার লাখ টাকা চাঁদা আদায় করা হতো। সম্প্রতি উপজেলা প্রশাসন এসব অবৈধ দোকান উচ্ছেদ করার পর ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ ও ইজারাদার সাদ্দাম হোসেনের চাঁদাবাজির বিষয়টি সামনে আসে।
ফুটপাথের ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, দোকান বসাতে এনজিও থেকে ঋণ নিয়ে চেয়ারম্যানের হাতে হাজার হাজার টাকা তুলে দিয়েছিলেন। চা দোকানি রুহুল আমিন জানান, ১২ হাজার টাকার বিনিময়ে জায়গার ব্যবস্থা করা হলেও তার দোকানটি উচ্ছেদ করে দেওয়া হয়েছে। বাদাম বিক্রেতা বাবু ও চটপটি বিক্রেতা অভিযোগ করেন, নিয়মিত খাজনা দিয়ে আসলেও তাদের দোকান উচ্ছেদ করা হয়েছে।
ইজারাদার সাদ্দাম হোসেন জানান, চেয়ারম্যানের নির্দেশে ব্যবসায়ীদের কাছ থেকে লাখ লাখ টাকা চাঁদা তুলে চেয়ারম্যানকে বুঝিয়ে দিয়েছেন। ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে বলেন, তার লোকজন এ ঘটনায় জড়িত না।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. তাছমিনা খাতুন জানান, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজিসহ সরকারি মার্কেটের খাজনা জোর করে আদায়ের অভিযোগ রয়েছে এবং তদন্তের পর দ্রুত ব্যবস্থা নেয়া হবে।