ঢাকা, ৪ সেপ্টেম্বর: বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) জনগণের মিডিয়া হিসেবে কাজ করতে হবে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বিটিভিকে জনগণ বান্ধব হতে হবে, সরকারের নয়। বুধবার (৪ সেপ্টেম্বর) রামপুরাস্থ বাংলাদেশ টেলিভিশন পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, “বিটিভিকে গণমাধ্যমের প্রকৃত নীতিমালা মেনে চলতে হবে। প্রয়োজন হলে সংস্কারের জন্য আইন ও নীতিমালা পর্যালোচনা করতে হবে।” তিনি আরও বলেন, বিটিভি যেন কোনো দলের প্রতি একচেটিয়া প্রাধান্য না দেয় এবং প্রচারের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের পরিবারের ইন্টারভিউ নিয়ে ডকুমেন্টারি তৈরির আহ্বান জানিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, “প্রান্তিক এলাকা বা ঢাকার বাইরের গরিব মানুষেরা যারা এই মুভমেন্টে শহীদ হয়েছেন, তাদের গল্প জনগণকে জানানো প্রয়োজন।”
তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, “সরকারকে খুশি করতে যেন বিটিভি কিছু না করে।” এছাড়াও, যারা আওয়ামী লীগের শাসনামলে অনুষ্ঠান করতে পারেননি, তাদেরকে সুযোগ দেওয়ার পরামর্শ দেন তিনি।
এদিকে, বিটিভিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৮ আগস্টের হামলায় প্রতিষ্ঠানটির ১৮৪ কোটি টাকার ক্ষয়ক্ষতির বিষয়টি তুলে ধরেন ডিডিজি সাইদুর রহমান। এ হামলায় কোনো কর্মী আহত হয়েছেন কিনা, তা জানতে চান তথ্য উপদেষ্টা।
সংখ্যালঘুদের উপর হামলা, বন্যার্ত মানুষের দুর্গতি, চাঁদাবাজি, দখলদারিত্ব এবং সীমান্তবর্তী হত্যার বিষয়গুলো গুরুত্ব সহকারে প্রচারের নির্দেশনা দিয়েছেন নাহিদ ইসলাম।