বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদীর খেয়াঘাটে শিক্ষার্থীদের খেয়া নৌকায় ভাড়া ফ্রি করা হয়েছে। একই সঙ্গে তিনটি ট্রিপের পরিবর্তে এখন থেকে পাঁচটি ট্রিপ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, ১২ বছরের নিচে শিশুদের জন্যও খেয়া নৌকায় কোনো ভাড়া লাগবে না। এ সম্পর্কিত একটি সিদ্ধান্ত পত্র প্রকাশ করেছে বগুড়া জেলা পরিষদ।
বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোহাম্মদ শাহনেওয়াজ স্বাক্ষরিত একটি পত্রে জানা গেছে, উপজেলার যমুনা নদীর কালিতলা খেয়াঘাটসহ অন্যান্য খেয়াঘাটের টোলসহ ভাড়ার তালিকা উন্মুক্ত স্থানে প্রদর্শন করতে হবে। প্রতিদিন সকাল ৯টা, বেলা ১১টা, দুপুর ১টা, বিকাল ৩টা ও ৫টায় মোট পাঁচটি ট্রিপ পরিচালিত হবে, যা জনচাহিদার সঙ্গে সমন্বয় করা যাবে।
শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতকারী শিক্ষার্থীদের জন্য খেয়া পারাপার এখন থেকে সম্পূর্ণ ফ্রি হবে। এই সিদ্ধান্ত বগুড়া জেলা পরিষদের সম্মেলন কক্ষে গত ২৮ আগস্ট অনুষ্ঠিত সভায় গৃহীত হয়েছে।
ঘাটের ইজারাদার শাহজাহান আলী মোল্লা বলেন, “জনস্বার্থে এবং শিক্ষার্থীদের সুবিধার্থে বগুড়া জেলা পরিষদের সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়ন করা হবে।”
সারিয়াকান্দি ইউএনও ও প্রশাসক তৌহিদুর রহমান জানান, জেলা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে এবং তদারকি অব্যাহত রাখা হবে।