আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে শ্রীলঙ্কার একটি এয়ারলাইন্সে তৃতীয়বারের মতো বাংলাদেশের মাটিতে পা রাখেন প্রবাসী সোহাগ মিয়া। দীর্ঘ ৯ বছর ধরে কাতারে কর্মরত সোহাগ মিয়া কুমিল্লায় পরিবারের সদস্যদের রেখে দেশ ছাড়েন। আজ দেশে ফিরে তার প্রবাসজীবনের সুখ-দুঃখের নানা গল্প শোনালেন সকলের কন্ঠ অনলাইনকে।
সোহাগ মিয়া জানান, প্রবাসে থেকে তিনি যেমন পরিবারের সদস্যদের জন্য কষ্ট করে টাকা পাঠান, তেমনি সেই টাকা দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে, দেশের বিমানবন্দরে পা রাখার পর আগের অভিজ্ঞতা ছিল বেশ তিক্ত। বিমানবন্দরে নামার পর চেকিংয়ের নামে হয়রানি, ব্যাগেজ সংগ্রহে বিলম্ব এবং গাড়ির সিন্ডিকেটের মাধ্যমে ভোগান্তির শিকার হতে হতো। এসব কারণে নিজের দেশে ফিরে নিজেকে অপরাধী মনে হতো তার।
তবে, এবারের অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন ছিল বলে জানান তিনি। বিমান থেকে নামার ১৫-২০ মিনিটের মধ্যেই তিনি তার মালামাল পেয়ে যান। এছাড়া, বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই ও টেলিফোন ব্যবহারের সুবিধাও পেয়েছেন তিনি। তার বড় ভাই যখন তাকে নিতে আসছিলেন, তখন ফ্রি ওয়াইফাই ব্যবহার করে তার সাথে যোগাযোগ করেন সোহাগ মিয়া। সব মিলিয়ে তিনি মনে করছেন, যেন একটি নতুন বাংলাদেশে প্রবেশ করেছেন।
এদিন সোহাগ মিয়ার মতো আরও অনেক প্রবাসী দেশে ফিরেছেন, যারা দীর্ঘদিন পর পরিবারের সাথে মিলিত হচ্ছেন। তাদের চোখে-মুখে দেখা গেছে আবেগ আর আনন্দের অশ্রু।