ঢাকা, মোহাম্মদপুর: রাজধানীর মোহাম্মদপুর, আদাবর ও বসিলাসহ আশপাশের এলাকাগুলোর বাসিন্দাদের মাঝে আতঙ্কের নাম হয়ে উঠেছে জিল্লুর বাহিনী। দখল, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দীর্ঘদিন ধরে এই বাহিনীর তাণ্ডব চলছে। বিভিন্ন কিশোর গ্যাং তৈরি করে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে তারা।
স্থানীয় সূত্র মতে, এই বাহিনী রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় পরিচালিত হয়ে থাকে। অভিযোগ উঠেছে যে, আওয়ামী লীগের নেতা বাহাউদ্দিন নাছিম ও সাবেক মুক্তিযোদ্ধামন্ত্রী মোজাম্মেল হকের হয়ে কাজ করছেন জিল্লুর বাহিনীর প্রধান মো. খোন্দকার জিল্লুর রহমান। তার বিরুদ্ধে ইতোমধ্যে ৪২টি মামলা রয়েছে। সম্প্রতি তিনি আবারও দখল ও চাঁদাবাজির কাজে জড়িয়ে পড়েছেন।
গত বৃহস্পতিবার ঢাকা উদ্যানের ট্রলারঘাটে জিল্লুর বাহিনী ৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়। গ্রাম বাংলা হাউজিং প্রকল্পের দিকে নজর দেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এ বিষয়ে স্থানীয় পুলিশ ও সেনাক্যাম্পকে অবগত করেছে প্রকল্প কর্তৃপক্ষ।
এছাড়াও, গত ২২ আগস্ট সাভার থানায় জিল্লুর বাহিনীর বিরুদ্ধে দখলের অভিযোগে সাধারন ডায়েরি করা হয়েছে। অভিযোগে বলা হয়, জিল্লুর রহমান এবং তার দলবল জাল কাগজপত্র তৈরি করে গ্রাম বাংলা হাউজিং প্রকল্প দখলের চেষ্টা করছে। স্থানীয় সন্ত্রাসী আমীর, বেলাল, রাজিব, শাহজাহান, সুমন ও রাসেলের মাধ্যমে জমি দখলের এই চেষ্টা অব্যাহত রয়েছে।
বিএনপির স্থানীয় নেতাদের ম্যানেজ করে এই প্রকল্প দখলের পাঁয়তারা চলছে বলেও অভিযোগ উঠেছে। তবে ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আমিনুল হক জানিয়েছেন, বিএনপির কোনো নেতা যদি এমন কর্মকাণ্ডে জড়িত থাকে তবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।