লন্ডন, ১৪ জানুয়ারি: যুক্তরাজ্যের সিটি মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার) পদ থেকে ইস্তফা দিয়েছেন টিউলিপ সিদ্দিক। ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তাঁর পদত্যাগের তথ্য নিশ্চিত করেন।
টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছিলেন এবং আর্থিক খাতে দুর্নীতি প্রতিরোধের দায়িত্ব তাঁর কাঁধে ছিল। তবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সঙ্গে আর্থিক কেলেঙ্কারির অভিযোগে তাঁর নাম জড়িয়ে যাওয়ায় তিনি সমালোচনার মুখে পড়েন।
শেখ হাসিনা গত আগস্টে গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন। এরপর তাঁর শাসনামলে ৯টি অবকাঠামো প্রকল্প থেকে প্রায় ৮০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এই অভিযোগ তদন্ত করছে। শেখ হাসিনার পরিবারের সদস্যদের পাশাপাশি টিউলিপ সিদ্দিকের নামও এতে আসে। বিষয়টি নিয়ে যুক্তরাজ্যের গণমাধ্যমে নিয়মিত খবর ও সম্পাদকীয় প্রকাশিত হয়।
২০১৩ সালে মস্কো সফরে শেখ হাসিনার সঙ্গে ভ্লাদিমির পুতিনের বৈঠকে টিউলিপ সিদ্দিকের উপস্থিতির ছবি সম্প্রতি প্রচারিত হয়। এছাড়া, শেখ হাসিনার পরিবারের সম্পত্তি টিউলিপের ব্যবহার করা নিয়েও প্রশ্ন ওঠে। এক বিরোধী সংসদ সদস্য তাঁকে বরখাস্ত করার আহ্বান জানান।
এ অবস্থায় টিউলিপ সিদ্দিক নিজেকে নির্দোষ দাবি করে বিষয়টি তদন্তের অনুরোধ জানিয়ে লাউরি ম্যাগনাস, যিনি মন্ত্রীদের নৈতিক মানদণ্ড বিষয়ক প্রধান উপদেষ্টা, তাঁর কাছে চিঠি লেখেন। তদন্ত চলমান থাকলেও পদত্যাগের সিদ্ধান্ত নেন টিউলিপ।
টিউলিপ সিদ্দিক লেবার পার্টির টিকিটে টানা চারবার দক্ষিণ-পশ্চিম লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। ২০১৫ সালে প্রথমবার এমপি হিসেবে নির্বাচিত হওয়া টিউলিপ ২০২৪ সালের জুলাইয়ে কিয়ার স্টারমারের মন্ত্রিসভায় সিটি মিনিস্টার হিসেবে নিযুক্ত হন।