ঢাকা, ১৪ জানুয়ারি: পাকিস্তান থেকে চাল আমদানি করতে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার (১৪ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ট্রেডিং করপোরেশন অব পাকিস্তান (টিসিপি) এবং খাদ্য অধিদপ্তরের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
টিসিপির চেয়ারম্যান সৈয়দ রাফিও বশির শাহ এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল খালেক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। চুক্তির লক্ষ্য হলো দেশের চালের বাজার স্থিতিশীল রাখা এবং বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক জোরদার করা।
খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, এই সমঝোতা স্মারক দুই দেশের বাণিজ্যিক সহযোগিতায় একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য সচিব মো. মাসুদুল হাসান, পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের স্পেশাল সেক্রেটারি শাকিল আহমেদ মাংনেজো এবং বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।
উল্লেখ্য, এই চুক্তি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চালের সরবরাহ বাড়িয়ে বাজার স্থিতিশীল রাখতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।