ফেনী প্রতিনিধি:
ফেনী জেলার সন্তান এবং কাতারস্থ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম সাখাওয়াত হোসেন খানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে ফেনী শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে আলোকিত ফেনী ফাউন্ডেশনের আয়োজনে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। তিনি সম্প্রতি বাংলাদেশ সরকারের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে মনোনীত হন।
এ সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে ফেনীজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে বিভিন্নমুখী প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের সন্তান এম সাখাওয়াত হোসেন খান দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন। ২০২৩ সালে তিনি কাতার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব লাভ করেন। প্রবাসে তার সক্রিয় ভূমিকাসহ সাম্প্রতিক সময়ে সিআইপি নির্বাচিত হওয়ায় তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার হাবিবুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএসআর মাসুদ রানা, ফেনী জেলা ব্যাংকার্স ফোরামের সভাপতি সামছুল করিম মজুমদারসহ অনেকে।
জেলা প্রশাসক সাইফুল ইসলাম তার বক্তব্যে বলেন, “প্রবাসীরা দেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখছেন। তবে বৈধপথে রেমিটেন্স পাঠানোর প্রতি তাদের আরও সচেতন হতে হবে। আলোকিত ফেনী ফাউন্ডেশন এ আয়োজন করায় ধন্যবাদ জানাই। মানুষ স্বীকৃতি পেলে ভালো কাজে উৎসাহিত হয়।”
এ সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারী মন্তব্য করেন, “টাকার বিনিময়ে এমন সংবর্ধনা লজ্জাজনক।”
আল ইমরান নামে আরেক ব্যক্তি লিখেছেন, “যারা টাকার বিনিময়ে সংবর্ধনা নেন, তারা আওয়ামীর দোসর ছাড়া আর কিছু নয়।”
তথ্যসূত্রে জানা যায়, কাতারে অবস্থানকালে সাখাওয়াত স্থানীয় কিছু বিতর্কিত ব্যক্তির আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তবে আলোকিত ফেনী ফাউন্ডেশনের এই সংবর্ধনা আয়োজন স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।