ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সংস্কারের বিষয়ে জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “সংস্কারের প্রশ্নে আমাদের পিছু হটলে চলবে না। জাতীয় ঐকমত্য ছাড়া কোনো পরিবর্তন সম্ভব নয়।”
তিনি শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় সংলাপ ২০২৪-এর সংলাপ অধিবেশন ১-এ বক্তৃতা প্রদানের সময় এসব কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি, রাজনৈতিক সংস্কার এবং রাষ্ট্র পরিচালনায় তরুণ প্রজন্মের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে ঐক্য অপরিহার্য। আমাদের একে অন্যকে প্রতিপক্ষ ভাবা বন্ধ করতে হবে। সংস্কারের ক্ষেত্রে প্রয়োজনীয় ছাড় দেওয়ার মানসিকতা রাখতে হবে এবং জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নিতে হবে।”
তিনি আরও বলেন, “সংস্কারের চর্চা না থাকলে কেবল নেতৃত্ব পরিবর্তন কোনো ফল বয়ে আনবে না। আমাদের বুঝতে হবে, ক্ষমতায় নয়, আমরা দায়িত্বে যাই। এই দায়িত্ব পালনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
রিজওয়ানা হাসান উল্লেখ করেন, “বড় ধরনের পরিবর্তন তরুণ প্রজন্মই আনতে পারে। তবে অভিজ্ঞতারও এখানে ভূমিকা থাকবে। প্রক্রিয়াগত পরিবর্তন অব্যাহত রাখতে আমাদের নিজেদের প্রশিক্ষিত করতে হবে।”
পরিবেশ উপদেষ্টা জানান, “সংস্কারে জনমতের প্রতিফলন ঘটাতে না পারলে রাজনৈতিক স্থিতিশীলতা আনা কঠিন হবে। কী কী সংস্কার প্রয়োজন এবং তা কার্যকর করার উপায় নির্ধারণ করতে হবে আমাদেরই।”
এই সংলাপের মাধ্যমে তিনি দেশের সকল স্তরের জনগণকে সংযুক্ত করে একটি কার্যকর জাতীয় ঐকমত্য গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর জোর দেন।