চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের প্রেম, বিয়ে এবং বিচ্ছেদের গল্প নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। ২০০৮ সালে গোপনে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই তারকা জুটি। টানা আট বছর লুকিয়ে সংসার করার পর ২০১৭ সালের ২৭ সেপ্টেম্বর তাদের জীবনে আসে পুত্রসন্তান আব্রাম খান জয়। তবে সন্তানের বিষয়টি প্রকাশ্যে আসার পর ভেঙে যায় তাদের সংসার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিবের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত এবং তাদের দাম্পত্য জীবনের নানান ঘটনা শেয়ার করেছেন অপু বিশ্বাস। এর মধ্যে একটি ঘটনা বিশেষভাবে নজর কাড়ে। শাকিব একবার শুটিং ফাঁকি দিয়ে ভারতের শিলিগুড়িতে গিয়েছিলেন শুধুমাত্র অপুর সঙ্গে দেখা করতে।
অপু বলেন, “একদিন ভোরে শাকিবের সহকর্মী আমাকে ফোন দিয়ে জানায়, তারা চ্যাংরাবান্ধা বর্ডারে আছে। আমি তখন হতবাক হয়ে গেলাম। তড়িঘড়ি করে মেজ বোনকে বললাম, আর সে বিষয়টা দাদাকে জানায়। দাদাও সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে বর্ডারে চলে গেলেন। আমিও তখন দাদার সঙ্গে ছিলাম। পরে শাকিবের জন্য শিলিগুড়িতে একটি হোটেল বুক করলেন দাদা।”
তিনি আরও বলেন, “শাকিব এতটাই সরল আর আবেগপ্রবণ ছিল যে, শুটিংয়ের পুরো রাত বাসে কাটিয়ে সেখানে গিয়েছিল। তার এই ভালোবাসা আমাকে মুগ্ধ করেছিল।”
শাকিবের সঙ্গে বিয়ের স্মৃতিচারণ করে অপু বলেন, “আমাদের বিয়ের দিন শাকিব আমাকে হঠাৎ বলেছিল, ‘চলো বিয়ে করে ফেলি।’ আমি তো তখন হতবাক। জিজ্ঞেস করলাম, বিয়ে কীভাবে সম্ভব! তখন সে বলল, ‘একজন স্বামী যেমনভাবে তার স্ত্রীকে ভালোবাসে, আমি ঠিক সেভাবেই তোমাকে ভালোবাসব।’ তার এই কথাগুলো আজও আমার মনে গেঁথে আছে।”
শাকিবের সঙ্গে প্রেম ও বিয়ের বিষয়ে পরিবারের প্রতিক্রিয়া নিয়েও মুখ খুলেছেন অপু। তিনি বলেন, “আমাদের প্রেমটা খুব একটা জমে ওঠার সুযোগ হয়নি। কারণ, মায়ের অনেক কমিটমেন্ট আর প্রেসার ছিল। তবে বিয়ের পর মা বিষয়টি মেনে নিয়েছিলেন।”
অপু বিশ্বাসের এই স্মৃতিচারণ শাকিব-অপু ভক্তদের মনে পুরোনো দিনের আবেগ ফিরিয়ে এনেছে। যদিও তাদের সম্পর্ক এখন অতীত, তবুও এই জুটি একসময় বাংলাদেশের চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় জুটি হিসেবে পরিচিত ছিলেন।