ঢাকা: রাজধানীতে হঠাৎ করে বেড়ে গেছে ছিনতাইয়ের ঘটনা। বিশেষ করে মিরপুর, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি, হাতিরঝিল এবং শাজাহানপুরের মতো এলাকাগুলোতে দিনদুপুরে ছিনতাইয়ের আতঙ্কে রয়েছেন নগরবাসী। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। অপরাধ বিশ্লেষকদের মতে, সরকার পরিবর্তন ও পুলিশের দুর্বলতার সুযোগ নিচ্ছে বিভিন্ন অপরাধী চক্র।
গেলো ১৮ ডিসেম্বর রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হন হাফেজ কামরুল হাসান। এই ঘটনায় শোকাহত পরিবার তার হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশের দেয়া তথ্যমতে, আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানায় ছিনতাইয়ের অভিযোগে ৬৫টি মামলা হয়েছে। অন্যদিকে, ৫ আগস্ট থেকে ১৮ ডিসেম্বরের মধ্যে ছিনতাইকারীদের হাতে প্রাণ হারিয়েছেন ৭ জন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ছিনতাইয়ের ঝুঁকির কথা জানাচ্ছেন। একাধিক শিক্ষার্থী পুলিশের পর্যাপ্ত তৎপরতার অভাবকেই ছিনতাই বৃদ্ধির জন্য দায়ী করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এ বি এম নাজমুস সাকিব বলেন, “হঠাৎ সরকার পরিবর্তন এবং পুলিশের দুর্বলতায় অপরাধী চক্র সক্রিয় হয়ে উঠেছে। নেশার টাকা জোগাড় করতেই অধিকাংশ ছিনতাইয়ের ঘটনা ঘটছে।” পরিস্থিতি মোকাবিলায় তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন।
পুলিশ জানিয়েছে, ছিনতাই রোধে তারা বিশেষ অভিযান শুরু করেছে। তবে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিলম্ব হচ্ছে বলে অনেকে মনে করছেন।
রাজধানীর সাধারণ মানুষের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল ও সক্রিয় পদক্ষেপের মাধ্যমে ছিনতাই রোধ করা হোক। নিরাপত্তার নিশ্চয়তা না পেলে নগরবাসীর মধ্যে আরও আতঙ্ক ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।