কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরানগাঁও এলাকায় এক অটোচালকের ব্যাটারি চুরির ঘটনা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ক্ষোভে ফেটে পড়ে ভুক্তভোগী চালক মাইক ভাড়া করে চোরকে উদ্দেশ্য করে প্রকাশ্যে গালাগাল করেন। এই ব্যতিক্রমী প্রতিবাদের একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভুক্তভোগী অটোচালক হৃদয় মিয়া (২৫) জানান, তিনি সাবেক ইউপি মেম্বার আনার মিয়ার ছেলে। তার সংসারে ৩ ছেলেমেয়েসহ মোট ৭ জন সদস্য। অভাবের সংসারে ভাড়া করা অটোরিকশা চালিয়েই জীবিকা নির্বাহ করেন। কিন্তু ২১ ডিসেম্বর রাতে তার অটোরিকশার ব্যাটারি চুরি হয়ে যায়। এই ঘটনায় তিনি বিপাকে পড়েছেন।
হৃদয় মিয়া বলেন,
“অটো না চালিয়েই প্রতিদিন ৫০০ টাকা ভাড়া দিতে হচ্ছে। বাজার করার টাকাও নেই। ব্যাটারি চুরি হওয়ায় আমার সংসারে আরও অভাব নেমে এসেছে। এই অসহায় অবস্থায় বাধ্য হয়ে মাইক ভাড়া করে গালাগাল করেছি। আমি কীভাবে সামলাবো, কিছুই বুঝতে পারছি না।”
গজারিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিলন মিয়া বলেন,
“ব্যাটারি উদ্ধারের জন্য হৃদয় মিয়াকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দিয়েছি। আমিও ব্যক্তিগতভাবে তাকে সহযোগিতার চেষ্টা করছি।”
ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড মেম্বার মানিক চাঁন জানান,
“কোনো কিছু চুরি হওয়া অত্যন্ত দুঃখজনক। তবে মাইক ভাড়া করে গালাগাল করা সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়। গরিব মানুষ হয়তো দুঃখে এই কাজটি করেছে।”
এই ব্যতিক্রমী প্রতিবাদের মাধ্যমে হৃদয় মিয়া তার কষ্টের কথা সকলের সামনে তুলে ধরেছেন। তবে এই ধরনের পদক্ষেপ সামাজিক এবং আইনি দৃষ্টিকোণ থেকে সঠিক নয় বলেই মত স্থানীয়দের।
এই ঘটনায় থানায় জিডি করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।