সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এখন নতুন এক সংকটের মুখোমুখি। তার স্ত্রী আসমা আল-আসাদ রাশিয়ার আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন এবং লন্ডনে ফিরে যেতে চান বলে জানিয়েছেন। তুর্কি ও আরব মিডিয়ার বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে দ্য জেরুজালেম পোস্ট।
প্রতিবেদনে জানা গেছে, আসমা আল-আসাদ সম্প্রতি মস্কোর জীবনযাত্রা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন এবং মস্কো ত্যাগের বিশেষ অনুমতি চেয়েছেন। বর্তমানে তার আবেদন রাশিয়ার কর্তৃপক্ষ যাচাই করছে।
আসমা আল-আসাদ ১৯৭৫ সালে লন্ডনে সিরিয়ান বাবা-মায়ের ঘরে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বড় হয়েছেন। ২০০০ সালে সিরিয়ায় ফিরে এসে তিনি বাশার আল-আসাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
২০০০ সালে বাবা হাফেজ আল-আসাদের মৃত্যুর পর ক্ষমতায় আসেন বাশার আল-আসাদ। টানা ২৪ বছর ক্ষমতায় থাকলেও ২০২৩ সালের ৮ ডিসেম্বর সিরিয়ার রাজধানী দামেস্ক বিদ্রোহীদের হাতে চলে যায়। এর ফলে বাশার আল-আসাদ মস্কোতে পালিয়ে যান।
রাশিয়ায় আশ্রয় নিলেও তার জীবনে নেমে আসে নতুন বিপদ। রুশ কর্তৃপক্ষ তার সম্পদ জব্দ করে, যার মধ্যে ছিল ২৭০ কেজি স্বর্ণ, ২ বিলিয়ন ডলার, এবং মস্কোর ১৮টি অ্যাপার্টমেন্ট।
বাশার আল-আসাদের ভাই মাহের আল-আসাদ রাশিয়ায় আশ্রয় চেয়েও পাননি। তিনি ও তার পরিবার বর্তমানে গৃহবন্দী অবস্থায় রয়েছেন।
বাশার আল-আসাদ রাশিয়ায় চলে যাওয়াটা পরিকল্পিত ছিল না বলে দাবি করেছেন। সিরিয়ার প্রেসিডেন্সি টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রকাশিত এক বিবৃতিতে তিনি জানান, ৮ ডিসেম্বর ভোর পর্যন্ত তিনি দামেস্কে দায়িত্ব পালন করছিলেন।
বিবৃতিতে আরও বলা হয়, রাশিয়ার হামিমিম ঘাঁটিতে আশ্রয় নেওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়। ঘাঁটি আক্রমণের মুখে পড়লে রাশিয়া তাকে দ্রুত মস্কোতে স্থানান্তরের ব্যবস্থা করে।