বাংলাদেশের বহুল আলোচিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করেছেন দেশটির কর্মকর্তারা। অভিযোগ উঠেছে, তিনি এবং তার পরিবারের সদস্যরা প্রকল্পটির চুক্তিতে মধ্যস্থতা করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন।
রোববার (২২ ডিসেম্বর) যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম সানডে টাইমস এবং ডেইলি মেইল এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, বাংলাদেশে ২০১৩ সালে রাশিয়ার সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক শক্তি প্রকল্পের চুক্তিতে টিউলিপ সিদ্দিক তার খালা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য অর্থ আত্মসাতের সহায়তা করেন।
যুক্তরাজ্যের মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় ও নৈতিকতা দলের (Propriety and Ethics Team, PET) কর্মকর্তারা গত বৃহস্পতিবার লন্ডনে টিউলিপ সিদ্দিকের অফিসে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। সেখানে ১০ বিলিয়ন পাউন্ডের রূপপুর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে তাকে জিজ্ঞাসা করা হয়।
টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের অর্থমন্ত্রীর সহকারী হিসেবে কাজ করছেন। তিনি ইকোনোমিক সেক্রেটারি টু দি ট্রেজারি এবং সিটি মিনিস্টার পদে দায়িত্ব পালন করছেন। তার কাজের অন্যতম ক্ষেত্র যুক্তরাজ্যের অর্থনৈতিক খাতে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে করা রূপপুর প্রকল্পের চুক্তিতে প্রকল্প ব্যয় ইচ্ছাকৃতভাবে বাড়িয়ে ১০ বিলিয়ন পাউন্ড দেখানো হয়েছিল। এই চুক্তির মধ্যস্থতায় শেখ হাসিনা ও তার পরিবারকে প্রায় ৪ বিলিয়ন পাউন্ড আত্মসাত করতে সহায়তা করা হয়। এই তদন্তে টিউলিপ সিদ্দিকের নাম উঠে আসে।
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে এই জিজ্ঞাসাবাদের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের মন্ত্রিপরিষদ বা পিইটি প্রকাশ করেনি। তবে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, টিউলিপ সিদ্দিক নিজেই তদন্তে সহায়তা করতে সম্মত হয়েছেন।