কুয়ালালামপুরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের ফাইনালে ভারতের দেওয়া ১১৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। রবিবার (২২ ডিসেম্বর) অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগ্রেস অধিনায়ক। প্রথমে ব্যাট করতে নেমে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২০ ওভারে ৭ উইকেটে ১১৭ রান।
ভারতের হয়ে ওপেনিং করতে নামেন কামিলনী এবং তৃষা। তবে বাংলাদেশের পেসার ফারজানা ইয়াসমিনের ঘূর্ণিতে শুরুতেই চাপে পড়ে ভারত। কামিলনী মাত্র ৫ রান করে ফেরেন। এরপর দলীয় ২৫ রানের মাথায় সানিকা চালকেও শূন্য রানে সাজঘরে ফেরান ফারজানা।
ভারতের ইনিংস মেরামতের দায়িত্ব নেন তৃষা এবং নিকি প্রসাদ। তাদের জুটিতে স্কোরবোর্ড কিছুটা সমৃদ্ধ হলেও ২১ রান করা নিকিকে ফেরান হাবিবা। তৃষা শেষ পর্যন্ত ৪৭ বলে ৫২ রান করে আউট হন। ফারজানা ইয়াসমিন তার তৃতীয় শিকার করেন এই ম্যাচে। শেষদিকে ভারতের লোয়ার অর্ডারের ব্যাটাররা সংগ্রহ বাড়ানোর চেষ্টা করলেও তা যথেষ্ট হয়নি।
বাংলাদেশি পেসার ফারজানা ইয়াসমিন দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন। ৪ ওভার বল করে মাত্র ১৭ রান দিয়ে শিকার করেন ৪ উইকেট। এছাড়া হাবিবা ১টি উইকেট এবং নিশিতা আক্তার ১টি উইকেট তুলে নেন।
১১৮ রানের লক্ষ্য পেছনে তাড়া করতে নামবে বাংলাদেশ। সুপার ফোরে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে ভালো পারফরম্যান্স করলেও ফাইনালের চাপ সামলাতে হবে টাইগ্রেসদের।