রাজধানীর বনানীর ২২ নম্বর বস্তিতে শনিবার (২১ ডিসেম্বর) ভোরে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৫টার পর আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে মাত্র ১১ মিনিটের মধ্যেই, অর্থাৎ সকাল ৫টা ৪১ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর বারিধারা, তেজগাঁও এবং কুর্মিটোলা ফায়ার স্টেশনের মোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তাদের নিরলস প্রচেষ্টায় সকাল ৬টা ৩৬ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানায় ফায়ার সার্ভিস।
এর আগে শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে রাজধানীর বনশ্রী এলাকায় একটি ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত ৮টার দিকে বনশ্রীর ‘সি’ ব্লকের ৪ নম্বর সড়কের ১৬ নম্বর বাসায় আগুন লাগে। বাসিন্দাদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনাতেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।