অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, “স্যার সবসময় নিজের অভিজ্ঞতা থেকে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, পাশে থেকেছেন। এত বয়স হওয়া সত্ত্বেও রাত ৯টা পর্যন্ত অফিস/মিটিং করতেন। কর্মস্পৃহায় কোনো কমতি ছিল না। হাসান আরিফ স্যার আর আমাদের মাঝে নেই।”
উল্লেখ্য, শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে এ এফ হাসান আরিফ ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
হাসান আরিফের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব গভীর শোক প্রকাশ করেছেন।
উপদেষ্টা আসিফ মাহমুদের এই আবেগঘন বার্তা তাঁর ফেসবুক পেজে প্রকাশিত হওয়ার পর সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এ এফ হাসান আরিফ বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল এবং অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে দেশের আইন অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো।