গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় একটি তুলার গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে অগ্নিকাণ্ড শুরু হয়। আগুন মুহূর্তেই আশপাশের কয়েকটি বাসাবাড়িতে ছড়িয়ে পড়ে, ফলে সেগুলোও ক্ষতিগ্রস্ত হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, রাত ১টার দিকে হঠাৎ গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়রা প্রথমে নিজেরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পরিস্থিতি দ্রুত অবনতি হতে থাকে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় রাত ২টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।
এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে বেশ কিছু বাসাবাড়ি ও তুলার গোডাউন পুড়ে গেছে বলে জানা গেছে।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত করা যায়নি। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।