সেন্ট ভিনসেন্টে দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ২৭ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। ব্যাট হাতে টপ অর্ডার ব্যর্থ হলেও শেষ দিকে শামিম হোসেন পাটোয়ারির ১৭ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংসেই ফাইটিং স্কোর পায় টাইগাররা। এরপর তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, রিশাদ হোসেন এবং শেখ মেহেদি হাসানের দুর্দান্ত বোলিংয়ে নিশ্চিত হয় এই জয়।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। দলীয় মাত্র ৮ রানে প্রথম উইকেট হারান লিটন দাস। ১০ বল খেলে মাত্র ৩ রান করে আকিল হোসেনের বলে স্টাম্পিংয়ের শিকার হন তিনি। লিটনের বিদায়ের পর দ্রুত বিদায় নেন তানজিদ হাসান তামিমও। রোস্টন চেজের বলে বোল্ড হওয়ার আগে তিনি ৪ বলে মাত্র ২ রান করেন।
প্রথম ধাক্কা সামাল দিতে সৌম্য সরকার এবং মেহেদি হাসান মিরাজ কিছুটা লড়াই করেন। তবে তাদের জুটি থামে দলীয় ৩৯ রানে। সৌম্য ১৭ বলে ১৬ রান করে আউট হলে বিপদ আরও বাড়ে। এরপর মিরাজও ২৫ বলে ২৬ রান করে সাজঘরে ফেরেন।
৮৮ রানে ৭ উইকেট হারিয়ে যখন বড় সংগ্রহের আশা ক্ষীণ হয়ে আসে, তখন দলের হাল ধরেন শামীম পাটোয়ারি। তানজিম হাসান সাকিবকে সঙ্গে নিয়ে শেষ দিকে ২৩ বলে ৪১ রানের অপরাজিত জুটি গড়েন তিনি। শামীম ১৭ বলে ৩৫ রান করেন, যেখানে ছিল দুইটি চার ও দুইটি ছক্কা। সাকিব অপরাজিত থাকেন ১১ বলে ৯ রানে। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ তোলে ১২৯ রান।
মাত্র ১৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশি বোলারদের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। তাসকিন আহমেদ ও সাকিব আল হাসানের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই চাপে পড়ে স্বাগতিকরা। মাঝখানে রিশাদ ও মেহেদি কার্যকর স্পেলে দলের জয় নিশ্চিত করেন।
শেষ পর্যন্ত ২০ ওভারে ১০২ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন নেন ৩টি করে উইকেট। সাকিব এবং মেহেদি ভাগাভাগি করেন বাকি উইকেটগুলো।
এই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচে জয় তুলে নিয়ে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়েই মাঠে নামবে টাইগাররা।