বিহার: ভারতের বিহার রাজ্যে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বিহার পাবলিক সার্ভিস কমিশন (BPSC) পরীক্ষায় উত্তীর্ণ হওয়া অবনীশ কুমারকে বন্দুক ঠেকিয়ে অপহরণ করা হয় এবং জোরপূর্বক বিয়ে দেওয়া হয়। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত শুক্রবার সকালে রিকশাযোগে স্কুলে যাওয়ার পথে দুটি গাড়ি তার পথরোধ করে। গাড়ি থেকে নামা ডজনখানেক লোক তাকে বন্দুকের মুখে অপহরণ করে। পরে তারা লক্ষীসরাই জেলার এক গ্রামে নিয়ে গিয়ে তাকে জোরপূর্বক বিয়ে করায়।
অপহৃত অবনীশ কুমারের বাড়ি বিহারের বেগুসরাই জেলার রাজৌরায়। তার বাবার নাম সুধাকর রাই। অভিযুক্ত মেয়ে গুঞ্জনের সঙ্গে অবনীশের চার বছরের প্রেমের সম্পর্ক ছিল বলে অভিযোগ উঠেছে।
গুঞ্জন সংবাদমাধ্যমকে জানায়, “অবনীশ আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল। এমনকি আমাকে তার স্কুলেও নিয়ে গিয়েছিল। কিন্তু যখন আমি তাকে বিয়ের জন্য চাপ দিই, তখন সে অস্বীকৃতি জানায়। এতে বাধ্য হয়ে আমার পরিবার তাকে তুলে এনে বিয়ে দেয়।”
অবনীশের পরিবার দাবি করেছে, পুরো ঘটনা গুঞ্জনের আত্মীয়দের পরিকল্পিত। তারা ছেলে অবনীশের ভবিষ্যৎ নষ্ট করার ষড়যন্ত্র করেছে।
বিহারে এ ধরনের জোরপূর্বক বিয়ের ঘটনা নতুন নয়। “পাকড়ুয়া বিবাহ” নামে পরিচিত এই ধরনের বিয়ে এখনো কিছু এলাকায় প্রচলিত। পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।
এই চাঞ্চল্যকর ঘটনার পর অবনীশ কুমারের সরকারি চাকরিতে যোগ দেওয়ার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে এলাকায় তীব্র আলোচনা ও সমালোচনা চলছে।