ঢাকা: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৭টা ৫ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবতা পালন করেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।
শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর ছিল বাংলাদেশ ইতিহাসের এক কালো অধ্যায়। মুক্তিযুদ্ধের চূড়ান্ত সময়ে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসররা বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। ঢাকা শহরের মিরপুর এবং রায়েরবাজার বধ্যভূমিতে এসব শহীদের মরদেহ পরে পাওয়া যায়।
বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত। তাদের অনেকের হাত-পা বাঁধা, চোখ বন্ধ অবস্থায় ছিল। কারও শরীরে একাধিক গুলির চিহ্ন, আবার অনেককে জবাই করে হত্যা করা হয়। নিথর দেহে থাকা ক্ষতচিহ্ন দেখে স্বজনরা অনেক সময় প্রিয়জনকে শনাক্ত করতেও ব্যর্থ হন।
মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতি কখনও ভুলবে না। ১৪ ডিসেম্বর জাতীয়ভাবে পালন করা হয় শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিবসটি শহীদদের আত্মত্যাগের প্রতি জাতির গভীর শ্রদ্ধার নিদর্শন।