ইসলামি বক্তা মুফতি আমির হামজা সম্প্রতি একটি ওয়াজ মাহফিলে ভারতীয় এক অভিনেত্রীর নাম উল্লেখ করে বয়ান দেওয়ার পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে দেশবাসী ও শ্রোতাদের কাছে ক্ষমা চান তিনি।
ফেসবুক পোস্টে মুফতি আমির হামজা লেখেন, “ফ্যাসিস্টের কারাগারে থাকাকালীন এমন কোনো নির্যাতন নেই, যা আমার ওপর করা হয়নি। আমার ব্রেনে পর্যন্ত বিদ্যুতের শক দেওয়া হয়েছে। এ কারণে অজান্তেই মুখ দিয়ে অসংলগ্ন কথাবার্তা বের হয়ে আসছে। আচরণও আমার নিয়ন্ত্রণে থাকছে না।”
তিনি আরও জানান, বর্তমানে শারীরিক ও মানসিকভাবে তিনি সুস্থ নন। পাশাপাশি বড়দের অনুরোধে দাওয়াত বাতিল করতে না পারায় তাকে মাঝেমধ্যে প্রস্তুতি ছাড়াই মাহফিলে অংশ নিতে হয়। তবে ভবিষ্যতে চিকিৎসা শেষে এবং যথাযথ প্রস্তুতি নিয়ে মাহফিলে যোগ দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
এক ওয়াজ মাহফিলে মুফতি আমির হামজা ভারতীয় এক অভিনেত্রীকে ‘বিশ্বসুন্দরী’ আখ্যা দেন। একইসঙ্গে তিনি শ্রোতাদের ইন্টারনেটে অভিনেত্রীর নাম সার্চ করার পরামর্শও দেন। এ ধরনের বক্তব্য এবং আরও কিছু অসংলগ্ন মন্তব্য তার শ্রোতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে।
এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মুফতি আমির হামজাকে নিয়ে কঠোর সমালোচনা শুরু হয়। অনেকেই তার এ ধরনের বক্তব্যকে অপ্রাসঙ্গিক এবং অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন।
সমালোচনার মুখে আমির হামজা বলেছেন, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি যেন আর না ঘটে, সেজন্য তিনি পরিপূর্ণ প্রস্তুতি এবং মানসিক-শারীরিক সুস্থতা নিশ্চিত করার চেষ্টা করবেন।