হায়দরাবাদে ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ারে ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা। ভক্তদের অতিরিক্ত হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৩৫ বছর বয়সী এক নারী, রেবতীর। তার এই মর্মান্তিক মৃত্যুর পর দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনসহ ছবির নিরাপত্তারক্ষী ও থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মৃতের পরিবার।
গত বুধবার (৪ ডিসেম্বর) রাতে হায়দরাবাদের আরটিসি ক্রসরোডসের চিক্কদপল্লীর সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২: দ্য রুল’-এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। থিয়েটারের বাইরে ভক্তদের উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিল নিরাপত্তা কর্মীরা। রাত সাড়ে নয়টার দিকে আল্লু অর্জুন থিয়েটারের সামনে উপস্থিত হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
রেবতী তার ৯ বছরের ছেলে শ্রীতেজকে নিয়ে প্রিমিয়ারে এসেছিলেন। ভিড়ের চাপে দম বন্ধ হয়ে রেবতী মারা যান। তার ছেলে শ্রীতেজ গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
মৃত রেবতীর পরিবার চিক্কদপল্লী পুলিশ স্টেশনে মামলা দায়ের করেছে। ভারতীয় দণ্ডবিধির সেকশন ১০৫ এবং ১১৮(১) ধারায় আল্লু অর্জুন, তার নিরাপত্তারক্ষী ও থিয়েটার কর্তৃপক্ষকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, আল্লুর আগমনের বিষয়ে কোনো আগাম সতর্কতা বা সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়নি।
পুলিশ জানিয়েছে, থিয়েটার কর্তৃপক্ষের কাছ থেকে পর্যাপ্ত তথ্য না পাওয়ায় আগে থেকে ভিড় নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট পুলিশ মোতায়েন করা সম্ভব হয়নি।
চিক্কদপল্লী থানার পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। থিয়েটার কর্তৃপক্ষের নিরাপত্তাজনিত ব্যর্থতা এবং অভিনেতার টিমের অসতর্কতার দিকগুলো বিশেষভাবে তদন্তের আওতায় আনা হবে।