মাত্র ২৪ ঘণ্টার নোটিশে ভারত থেকে দুই বাংলাদেশি কূটনীতিককে ফিরিয়ে নিয়েছে ঢাকা। পরিবর্তিত পরিস্থিতি পর্যালোচনার জন্য তাদের অনির্দিষ্টকালের জন্য ডেকে পাঠানো হয়েছে। ফিরিয়ে নেওয়া কূটনীতিকরা হলেন ত্রিপুরার আগরতলায় নিযুক্ত সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ এবং কলকাতার ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার সিকদার মো. আশরাফুল রহমান।
এই পদক্ষেপের ফলে কলকাতায় বাংলাদেশি ডেপুটি হাইকমিশন বর্তমানে কূটনীতিকশূন্য হয়ে পড়েছে, তবে ভিসা কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্রবাদী একটি গোষ্ঠী হামলা চালায়। হামলাকারীরা হাইকমিশনের পতাকা টাঙানোর পুল ভাঙচুর করে এবং জাতীয় পতাকায় আগুন দেয়। এই ঘটনার পর অন্তর্বর্তী সরকার হাইকমিশনের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করে।