সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তের ওপারে ভারতীয় অংশ থেকে এক বাংলাদেশির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির নাম আশরাফ উদ্দিন (৬৫), তিনি কোম্পানীগঞ্জ উপজেলার বালুচর গ্রামের বাসিন্দা। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে তার পরিবারের সদস্যরা মরদেহের সন্ধান পান।
নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার সকালে কাঠ সংগ্রহের জন্য বাড়ি থেকে বের হন আশরাফ উদ্দিন। কিন্তু দিন শেষে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে বুধবার সীমানা পিলার ১২৫১-এর প্রায় ২০০ ফুট ভেতরে ভারতীয় অংশে তার গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়।
নিহত আশরাফ উদ্দিনের মরদেহ দেখে ধারণা করা হচ্ছে, তিনি গুলিতে নিহত হয়েছেন। তবে কার গুলিতে এ ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
এ ঘটনায় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) মরদেহ ফেরত আনতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত মরদেহ দেশে ফেরানো সম্ভব হয়নি।