আগরতলা, ৩ ডিসেম্বর: ত্রিপুরায় বাংলাদেশি পর্যটকদের জন্য হোটেল বুকিং ও রেস্টুরেন্ট সেবা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়নের মধ্যে অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মালিক সমিতি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সংগঠনটি জানিয়েছে, বাংলাদেশি পর্যটকদের জন্য কোনো হোটেল রুম ভাড়া দেওয়া হবে না এবং রেস্টুরেন্টেও খাবার সরবরাহ বন্ধ থাকবে। তাদের এই সিদ্ধান্ত এসেছে আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী দূতাবাসে সম্প্রতি সংঘটিত হামলার প্রেক্ষাপটে।
সোমবার (২ ডিসেম্বর) শতাধিক বিক্ষোভকারী আগরতলার বাংলাদেশি সহকারী দূতাবাসে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। বিক্ষোভকারীরা দূতাবাসের ভেতরে ঢুকে জাতীয় পতাকা অবমাননা করে এবং পতাকা টাঙানোর খুঁটি ভেঙে ফেলে। এছাড়াও জাতীয় পতাকায় আগুন ধরানোর ঘটনা ঘটায়। এ ঘটনায় দূতাবাসের কর্মকর্তারা আতঙ্কিত হয়ে পড়েন।
এই ঘটনার পরপরই ভারত সরকার একটি বিবৃতিতে গভীর দুঃখপ্রকাশ করেছে। তারা বলেছে, “কূটনৈতিক মিশন ও দূতাবাসে হামলা অত্যন্ত নিন্দনীয়। এই ধরনের কার্যকলাপ আন্তর্জাতিক নীতিমালা পরিপন্থী।”
বাংলাদেশ সরকার এই হামলাকে পূর্বপরিকল্পিত উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানিয়েছে। ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে ডেকে এ বিষয়ে কূটনৈতিক প্রতিবাদ জানানো হয়েছে।
ত্রিপুরার হোটেল মালিক সংগঠনের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশি পর্যটকদের জন্য উত্তর-পূর্ব ভারতে ভ্রমণ আরও কঠিন হয়ে দাঁড়াবে। ইতোমধ্যে ত্রিপুরার ট্রাভেল সেক্টর এই সিদ্ধান্তের ফলে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা