ঢাকা, ২৮ নভেম্বর:
দুর্বল ব্যাংকগুলোর তারল্য সংকট মোকাবিলায় ২২ হাজার ৫০০ কোটি টাকা ছাপিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।
তিনি জানান, তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে সহায়তা করতে সবল ব্যাংকগুলো ঋণ দিচ্ছে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বিশেষ সহায়তা প্রদান করা হয়েছে। গ্রাহকদের আশ্বস্ত করে তিনি বলেন, “ব্যাংক খাতে অস্থিরতা দূর করতে কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে। গ্রাহকদের আমানত নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। রোববার (১ ডিসেম্বর) থেকেই গ্রাহকরা অনেক পরিবর্তন দেখতে পাবেন।”
তিনি আরও বলেন, “যেসব গ্রাহক সময়মতো ঋণ পরিশোধ করতে পারবেন না, তাদের বিরুদ্ধে নীতিমালা অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এর আগে গত ১১ নভেম্বর ১৭টি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে বৈঠক করেন গভর্নর। সেখানে তিনি আর্থিক অনিয়মে দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলোকে আরও বেশি সহায়তা দিতে সবল ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ ব্যাংকের এমন উদ্যোগ ব্যাংক খাতে স্থিতিশীলতা আনতে কতটা কার্যকর হয়, তা এখন সময়ই বলে দেবে।