লখনৌয়ের একটি বস্তিতে ঘটেছে এক অনন্য ঘটনা। সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরীরা ফেলে দেওয়া পুরোনো কাপড় দিয়ে বিয়ের পোশাক তৈরি করে আয়োজন করেছে ফ্যাশন শো। জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জীর নকশা থেকে অনুপ্রাণিত হয়ে তারা এ কাজটি করেছে, যা ইতোমধ্যেই বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, লখনৌয়ের একটি বস্তিতে এই বিশেষ ফ্যাশন শো আয়োজন করা হয়। বস্তির শ্যাওলা ধরা দেয়াল আর পুরোনো সিঁড়িকে র্যাম্প বানিয়ে, উঠানে হাঁটতে দেখা যায় কিশোর-কিশোরী মডেলদের। পোশাকগুলো তারা তৈরি করেছে মানুষের ফেলে দেওয়া কিংবা দান করা কাপড় থেকে।
ফ্যাশন শো’র পুরো ভিডিওটি এডিট করেছে মাত্র ১৫ বছর বয়সী এক কিশোর। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নামিদামি ব্যক্তিরাও তাদের সৃজনশীলতার প্রশংসা করেছেন। বিশ্ববিখ্যাত ডিজাইনার সব্যসাচী মুখার্জী নিজেই ভিডিওটি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন।
ভিডিওটি প্রথম প্রকাশ করে ‘ইনোভেশন ফর চেঞ্জ’ নামের একটি এনজিও। এই সংস্থা লখনৌয়ের প্রায় ৪০০ সুবিধাবঞ্চিত শিশুর খাদ্য, শিক্ষা ও চিকিৎসার জন্য কাজ করছে। পাশাপাশি শিশুদের স্বাবলম্বী করার জন্য তাদের বিভিন্ন প্রযুক্তিগত প্রশিক্ষণ দিচ্ছে।
বিশ্বজুড়ে এই ফ্যাশন শো প্রশংসা কুড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু সৃজনশীলতাই নয়, বরং একটি সামাজিক বার্তাও বহন করে। পুরোনো জিনিসকেও নতুনভাবে উপস্থাপন করার এই উদ্যোগ ভবিষ্যতে টেকসই ফ্যাশন শিল্পে প্রভাব ফেলতে পারে।
লখনৌয়ের এই কিশোর-কিশোরীদের উদ্যোগ প্রমাণ করে, সঠিক দিকনির্দেশনা পেলে প্রতিকূল পরিবেশেও উদ্ভাবন ও সৃজনশীলতা বিকশিত হতে পারে।