মাত্র ৮ বছর বয়সেই অবিশ্বাস্য সাহস ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার অসাধারণ দক্ষতা প্রদর্শন করে মায়ের জীবন বাঁচিয়েছে সৌদি আরবের সারা আবদুল্লাহ রশিদ। এই কাজের জন্য দেশটির স্বাস্থ্যমন্ত্রী তাকে ‘সর্বকনিষ্ঠ প্যারামেডিক’ হিসেবে সম্মানিত করেছেন।
সংবাদমাধ্যম গালফ নিউজের বরাতে জানা যায়, সারার বাবা সৌদি আরবের দক্ষিণ সীমান্তে কর্মরত। এক রাতে তার মা হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। মাকে চেতনাহীন অবস্থায় দেখে কী করা উচিত তা ভেবে না পেলেও, মায়ের কাছ থেকে পূর্বে পাওয়া কিছু জরুরি নির্দেশনার কথা মনে করেছিল সারা। সেই নির্দেশনা মেনেই তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্স ডেকে দ্রুত মায়ের অবস্থার কথা জানায় এবং সঠিক ঠিকানা সরবরাহ করে।
সারার মা বলেন, “আমার মেয়ের দ্রুত পদক্ষেপ এবং পরিস্থিতি সামাল দেয়ার দক্ষতার জন্য আমি সত্যিই গর্বিত। জরুরি সেবা কর্মীদের তৎপরতায় হাসপাতালে পৌঁছে চিকিৎসা নেওয়ার পর এখন আমি সম্পূর্ণ সুস্থ।”
সারার এই সাহসিকতাপূর্ণ কাজকে সম্মান জানাতে সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল জালাজেল তাকে দেশের সর্বকনিষ্ঠ প্যারামেডিকের স্বীকৃতি প্রদান করেন।
এই ঘটনাটি সারা আবদুল্লাহ রশিদকে শুধু তার পরিবারের নয়, বরং পুরো দেশের নায়কে পরিণত করেছে।