যশোরে ছুরিকাঘাতে ট্রাক হেলপার খুন: হত্যার রহস্য উদঘাটনে তদন্তে পুলিশ
যশোরের ধর্মতলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আসাদুল ইসলাম (৩২) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। শুক্রবার (১ নভেম্বর) মধ্যরাতে পেশাগত কাজ শেষে বাড়ি ফেরার পথে তিনি এই হামলার শিকার হন। শনিবার (২ নভেম্বর) ভোরে পথচারীরা তাকে রাস্তার পাশে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মৃত্যুবরণ করেন। নিহত আসাদুল যশোর শহরের খড়কি দক্ষিণপাড়ার জহুরুল ইসলামের ছেলে। স্ত্রী ও এক সন্তানসহ তিনি বারান্দিপাড়া বউবাজার এলাকায় ভাড়া থাকতেন।
নিহতের বোন কুলসুম বেগম জানান, ঘটনার সময় আসাদুল তার মায়ের বাসায় ফেরার পথে ছিলেন। তার সঙ্গে কারও কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না বলে তিনি জানান, তাই ছিনতাই নাকি অন্য কোনো উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা নিয়ে পরিবার সংশয়ে রয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আসাদুলের মৃত্যু হয়েছে। চিকিৎসকের মতে, দ্রুত চিকিৎসা পেলে তার প্রাণ বাঁচানো সম্ভব হতে পারতো।
যশোর কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানিয়েছেন, হত্যার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। তদন্তে নতুন কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত তা প্রকাশ করা হবে বলে তিনি জানান।
এই হত্যাকাণ্ডকে ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী দ্রুততম সময়ে ঘটনার মূল কারণ উদঘাটন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে সচেষ্ট রয়েছেন।