ঢাকা, ২ নভেম্বর ২০২৪: ডেঙ্গু প্রতিরোধ ও ডেঙ্গু রোগের চিকিৎসা বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে খিলক্ষেত থানা বিএনপির উদ্যোগে সচেতনতামূলক প্রচারণা ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন খিলক্ষেত থানা যুবদলের সাবেক সভাপতি ও বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসাইন দেওয়ান এবং বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।
ডেঙ্গু প্রতিরোধে সাধারণ জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং ডেঙ্গু রোগের ঝুঁকি কমানোর লক্ষ্যে এই প্রচারণামূলক কর্মসূচি পরিচালনা করা হয়। নেতাকর্মীরা লিফলেট বিতরণের মাধ্যমে ডেঙ্গু রোগ প্রতিরোধে করণীয় বিভিন্ন পরামর্শ প্রদান করেন এবং সাধারণ মানুষকে ডেঙ্গু বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।