ঢাকা, ৩০ অক্টোবর: সাবেক কৃষিমন্ত্রী এবং মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস শহীদকে রাজধানীর উত্তরার বাসা থেকে বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালংকারসহ গ্রেফতার করেছে পুলিশ। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অভিযানকালে বাসা থেকে প্রায় চার কোটি টাকা নগদ, বিভিন্ন দেশের মুদ্রা এবং সোনার অলংকার উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা রক্ষীদের সূত্রে জানা যায়, সরকার পরিবর্তনের পর থেকে উত্তরা ১০ নম্বর সেক্টরের বাসায় থাকতেন না আব্দুস শহীদ। মঙ্গলবার হঠাৎ বাসায় ফেরার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাড়ি ঘিরে ফেলে এবং কয়েক ঘণ্টার অভিযান চালিয়ে তাকে আটক করে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যাওয়া হয়।
রাজনৈতিক জীবনে দীর্ঘ অভিজ্ঞতা
আব্দুস শহীদ ১৯৪৮ সালের ১ জানুয়ারি মৌলভীবাজার জেলার কমলগঞ্জের সিদ্বেশ্বরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পঞ্চম থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধারাবাহিকভাবে মৌলভীবাজার-৪ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।
১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় সংসদে হুইপ এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
উল্লেখ্য, গ্রেফতারের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।