ঢাকা, ২৬ অক্টোবর: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এবারের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়ে বিপুল ভোটে জয় লাভ করেছেন তাবিথ আউয়াল। সাবেক সহ-সভাপতি তাবিথের পাশাপাশি প্রার্থী ছিলেন তৃণমূল সংগঠক এ এফ এম মিজানুর রহমান। ফুটবলাঙ্গনে আগে থেকেই আলোচনা ছিল, তাবিথ আউয়াল এ নির্বাচনে জয়ী হতে যাচ্ছেন।
নির্বাচনে সর্বমোট ১২৮ ভোটের মধ্যে তাবিথ আউয়াল পেয়েছেন ১২৩ ভোট এবং মিজানুর রহমান পেয়েছেন মাত্র ৫ ভোট। বিপুল ভোটের ব্যবধানে জয় নিশ্চিত হওয়ায় তাবিথ আউয়াল হয়ে উঠলেন বাফুফের নতুন সভাপতি।
প্রার্থীতা ঘোষণার পর থেকে কোনো হেভিওয়েট প্রতিদ্বন্দ্বী না থাকায় তাবিথের প্রচারণা ছিল তুলনামূলকভাবে সীমিত। তাবিথ নিজেও ছিলেন আত্মবিশ্বাসী, এবং জানতেন যে, কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটলে তিনি সহজেই নির্বাচিত হবেন। বাফুফের সভাপতি পদে আসীন হয়ে দেশের ফুটবলের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন এই সাবেক ফুটবলার।
তাবিথ আউয়াল বলেন, “২০০৮ সালের ২৮ এপ্রিল বাফুফের সভাপতির দায়িত্ব নেন কাজী সালাউদ্দিন। সেই থেকে টানা ১৬ বছর তিনি এ পদে দায়িত্ব পালন করেছেন। আজ তার রাজত্বের সমাপ্তি ঘটল এবং বাফুফে পেল নতুন সভাপতি। দেশের ফুটবল কোন পথে এগোবে, তা সময়ই বলে দেবে।”
বাফুফের এই নেতৃত্ব পরিবর্তনের মধ্য দিয়ে দেশের ফুটবলে নতুন দিকনির্দেশনা আসার প্রত্যাশা করছেন ফুটবলপ্রেমীরা। তাবিথ আউয়ালের নেতৃত্বে বাংলাদেশের ফুটবল কোন পথে অগ্রসর হবে, এটাই এখন দেখার বিষয়।