বন্ধ হচ্ছে নারিতা ও ম্যানচেস্টার রুটের একটি করে ফ্লাইট
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট পরিচালনায় সংকট দেখা দিয়েছে। ভিসা জটিলতায় ভারতগামী ফ্লাইট সংখ্যা কমানোর পর এবার বন্ধ হচ্ছে জাপানের নারিতা ও যুক্তরাজ্যের ম্যানচেস্টার রুটের একটি করে ফ্লাইট। আগামী ৩১ অক্টোবর থেকে শীতকালীন সূচিতে এ দুটি রুটে সপ্তাহে তিনটির বদলে দুটি করে ফ্লাইট চলবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, যাত্রীসংখ্যা কম থাকায় নারিতা রুটে ফ্লাইট সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রুটটি লাভজনক করতে সম্ভাব্য কৌশল খতিয়ে দেখা হচ্ছে। এর আগে ২০০৬ সালে লোকসানের কারণে নারিতা রুটের ফ্লাইট বন্ধ ছিল। টানা ১৭ বছর পর গত বছরের সেপ্টেম্বরে পুনরায় চালু করা হলেও যাত্রী সংকটের কারণে আশানুরূপ ফল পাওয়া যায়নি।
ভারতগামী ফ্লাইটেও সংকট দেখা দিয়েছে। দিল্লির কড়াকড়ির কারণে গত মাসে ঢাকা থেকে কলকাতা, দিল্লি ও চেন্নাইগামী ফ্লাইটের প্রায় অর্ধেক বন্ধ হয়ে যায়। ভারতগামী যাত্রী সংখ্যা কম থাকায় ফ্লাইট পুনরায় চালু হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে, ভারত থেকে বাংলাদেশগামী ফ্লাইটগুলোতে যাত্রী পাওয়া গেলেও ভিসা সমস্যার কারণে ভারতগামী যাত্রী সংখ্যা খুবই কম বলে জানান বোসরা ইসলাম।
এই সংকটময় পরিস্থিতিতে আশার আলো দেখাচ্ছে ঢাকা-টরন্টো রুট। যাত্রী চাহিদা থাকার কারণে ৩১ অক্টোবর থেকে এই রুটে আরও একটি ফ্লাইট যোগ করা হচ্ছে। বর্তমানে ঢাকা-টরন্টো রুটে সপ্তাহে শনিবার ও মঙ্গলবার ফ্লাইট পরিচালিত হচ্ছে। নতুন করে বৃহস্পতিবারেও ফ্লাইট চালু হলে যাত্রীদের সুবিধা বাড়বে।
সংক্ষেপে, ভারতীয় ভিসা জটিলতা ও যাত্রী সংকটের কারণে ফ্লাইট সংকোচন করতে বাধ্য হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে, টরন্টো রুটে বাড়তি ফ্লাইটের মাধ্যমে নতুন সুযোগ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে।