বিহারের সিওয়ান ও সারন জেলায় বিষাক্ত মদপান করে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। আরও ১৫ জন গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বিষাক্ত মদপান করার পর অসুস্থদের প্রথমে সিওয়ানের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য পাটনার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
বিহার রাজ্যে মদ বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। তবে এর ফলে বেআইনি মদ তৈরির প্রবণতা বৃদ্ধি পেয়েছে, যা প্রায়ই প্রাণঘাতী হয়ে ওঠে। সিওয়ান ও সারন জেলায় সম্প্রতি ঘটে যাওয়া এ মৃত্যুর ঘটনা বিষাক্ত মদপানের ঝুঁকি এবং বেআইনি মদ উৎপাদন বন্ধের প্রয়োজনীয়তাকে আরও একবার সামনে এনেছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, অবৈধ মদ উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করেছে।
বিহারের মদ নিষিদ্ধ নীতি কার্যকর থাকলেও, বিষাক্ত মদপানের কারণে মৃত্যুর ঘটনা বারবার উঠে আসছে, যা নিষিদ্ধ পণ্যের বিকল্প ব্যবহারের মারাত্মক ঝুঁকির দিকটি স্পষ্ট করে তুলছে।