ঢাকা, ৮ অক্টোবর: রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষক ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে শ্রেণিকক্ষের দরজা বন্ধ করে বেধড়ক পেটানোর ঘটনায় আদালত আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। আজ মঙ্গলবার (৮ অক্টোবর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত স্বপ্রণোদিত হয়ে এই ঘটনার তদন্ত করতে নির্দেশ দেন।
সম্প্রতি “সালাম পছন্দ না হওয়ায় দরজা বন্ধ করে নির্মমভাবে পেটালেন ছাত্রকে” শিরোনামে যমুনা টেলিভিশনে একটি সংবাদ প্রচারিত হয়। এটি আদালতের নজরে আসার পরই আমলি আদালত স্বতঃপ্রণোদিত হয়ে তদন্তের নির্দেশ দেন। আদালতের আদেশে উল্লেখ করা হয়েছে, পল্টন থানার অন্তর্গত ওই স্কুলের শিক্ষক জামাল হোসাইন ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রকে নির্যাতন করেছেন। অভিযোগ অনুযায়ী, দরজা বন্ধ করে ওই ছাত্রকে নির্মমভাবে পেটানো হয় এবং সিসি ক্যামেরায় ঘটনাটি ধরা পড়ে। আরও জানা গেছে, জামাল হোসাইনের বিরুদ্ধে অন্যান্য শিক্ষার্থীদের হয়রানি ও মারধরের অভিযোগও রয়েছে।
আদালত পল্টন মডেল থানাকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ভুক্তভোগী শিক্ষার্থী এবং প্রয়োজনীয় সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের মাধ্যমে ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। শিক্ষকের এ ধরনের আচরণ শিশু আইন, ২০১৩ এর ৭০ ধারা এবং পেনাল কোড ১৮৬০ এর ৩৪২ ধারাসহ অন্যান্য আইনি বিধির লঙ্ঘন বলে চিহ্নিত হয়েছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, এবং বিদ্যালয়ের অভিভাবকরা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন।