ঢাকা, ৫ অক্টোবর: প্রাথমিক শিক্ষা সার্বজনীন হলেও এখনো সবাই এই সুবিধা গ্রহণের সুযোগ পাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। শনিবার (৫ অক্টোবর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে ড. ওয়াহিদউদ্দিন বলেন, “সমাজের সর্বস্তরের মানুষের শিক্ষালাভের অধিকার রয়েছে, তবে সকলেই সেই সুযোগ পায় না। যদিও সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে, তবুও সিজেডএম এর যাকাত তহবিল শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ করে দিচ্ছে যা খুবই প্রশংসনীয়। সিজেডএম’র যাকাত তহবিল থেকে যে অর্থ শিক্ষায় ব্যবহৃত হয়, তা সঠিকভাবে খরচ হচ্ছে এবং কোনো অপচয় হচ্ছে না।” তিনি আরও যোগ করেন, “এই তহবিলের মাধ্যমে শিক্ষায় বৈষম্য দূর করা সম্ভব।”
অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪০৬ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন ১৫ জন শিক্ষার্থীকে ল্যাপটপ দেয়া হয়। উল্লেখযোগ্য যে, রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদও সিজেডএম এর সুবিধাভোগী শিক্ষার্থী ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং সিজেডএম এর উচ্চপদস্থ কর্মকর্তা ও শিক্ষাবিদগণ।