ইসরায়েল-লেবানন সীমান্তে আবারও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ইসরায়েলি বাহিনী ও লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যার ফলে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত হয়েছেন এবং তিনটি ট্যাংক ধ্বংস হয়েছে।
এএফপি জানায়, বুধবার (০২ অক্টোবর) হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে একাধিক হামলা চালায়। তারা লেবাননের সীমান্তবর্তী মারুন আল-রাস গ্রামের দিকে অগ্রসর হওয়া ইসরায়েলি বাহিনীর তিনটি মারাকোভা ট্যাংক ধ্বংস করেছে। এই হামলার ফলে ইসরায়েলি সেনাদের মধ্যে বড় ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। সংঘর্ষটি সকাল থেকেই চলছিল এবং এতে ইসরায়েলি বাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক সেনা হতাহত হন।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, সংঘর্ষের ফলে আটজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। তাদের মধ্যে ক্যাপ্টেন ও সার্জেন্ট পদমর্যাদার সেনারাও রয়েছেন। নিহত সেনাদের মধ্যে দুজন ক্যাপ্টেন, তিনজন প্রথম শ্রেণির সার্জেন্ট এবং দুজন স্টাফ সার্জেন্ট রয়েছেন, যাদের চারজন কমান্ডো এবং একজন ইঞ্জিনিয়ার ইউনিটের সদস্য ছিলেন।
আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের সীমান্তবর্তী ওদাইশেহ শহরে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ইসরায়েলি সেনা নিহত এবং আরও অন্তত ১৮ জন আহত হন। মঙ্গলবার ইসরায়েল দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরুর ঘোষণা দেওয়ার পর এটাই প্রথম সরাসরি সংঘর্ষ।
বিশ্লেষকরা মনে করছেন, হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযান চালানো ইসরায়েলের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং হবে, কারণ এই প্রতিরোধ গোষ্ঠীটি দীর্ঘ প্রশিক্ষণের মাধ্যমে শক্তিশালী প্রতিরোধ শক্তি গড়ে তুলেছে।