ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান এবার সিনেমার পাশাপাশি ক্রিকেটেও পদচারণা শুরু করেছেন। দেশের জনপ্রিয় এ নায়ক আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকার টিম ‘ঢাকা ক্যাপিটালস’ এর মালিক হিসেবে নাম লিখিয়েছেন। শাকিব খানের কসমেটিকস ও হোম কেয়ার কোম্পানি রিমার্ক-হারল্যানের অধীনে গড়ে উঠেছে এই ক্রিকেট দল।
গত বুধবার (২ অক্টোবর) গুলশানে রিমার্ক হারল্যানের হেড অফিসে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঢাকার এই নতুন টিমের লোগো উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শাকিব খান, রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর মামনুন হাসান ইমন এবং ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদসহ আরও অনেকে।
শাকিব খান জানান, বিপিএলে তার দল ‘ঢাকা ক্যাপিটালস’-এর নামকরণের জন্য দেশ-বিদেশের অসংখ্য ভক্ত ও ক্রিকেটপ্রেমী সাড়া দিয়েছেন। তাদের পরামর্শ অনুযায়ী চূড়ান্ত করা হয়েছে এই নাম। শাকিব খান বলেন, “আমি সত্যিই অভিভূত হয়েছি সবাই যেভাবে সাড়া দিয়েছেন। সবার মতামতকে গুরুত্ব দিয়ে আমরা ‘ঢাকা ক্যাপিটালস’ নামটি চূড়ান্ত করেছি।”
শাকিব খান দেশের প্রথম চিত্রতারকা হিসেবে বিপিএলে একটি ক্রিকেট টিম কিনেছেন, যা ক্রিকেটপ্রেমী ও তার ভক্তদের মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। তিনি আরও বলেন, “আমি আশাবাদী যে, আপনারা সবাই আমাদের টিমকে সমর্থন করবেন এবং ‘ঢাকা ক্যাপিটালস’ বিপিএলে সাফল্যের শিখরে পৌঁছাবে।”