ঢাকা, ২ অক্টোবর: দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের সংগৃহীত তহবিল থেকে ৮ কোটি টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দিয়েছে। এ সময় বাকি ১ কোটি ৯১ লাখ টাকা উত্তরবঙ্গের বন্যাদুর্গতদের পুনর্বাসনে ব্যয় করার ঘোষণা দেন সংগঠনের নেতারা।
আজ বুধবার (২ অক্টোবর) সচিবালয়ে প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম চেক গ্রহণ করেন।
আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান জানিয়েছেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ২২ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত আমাদের ত্রাণ কার্যক্রম চলেছে। এ সময়ে মোট ১১ কোটি ৬৯ লাখ ৮৪ হাজার ৪২০ টাকা সংগ্রহ হয়েছে। এর মধ্যে এক কোটি ৭৮ লাখ ৩৩ হাজার ২০৭ টাকা ত্রাণ কার্যক্রমে ব্যয় করা হয়েছে। আমরা ৮ কোটি টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দিয়েছি এবং অবশিষ্ট ১ কোটি ৯১ লাখ টাকা উত্তরবঙ্গের বন্যাদুর্গতদের পুনর্বাসনে ব্যয় করা হবে।”
তিনি আরও জানান, ত্রাণ কমিটির সদস্যরা বন্যাদুর্গত এলাকায় উপস্থিত থেকে পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করছে। সমস্ত হিসাব-নিকাশ ও অডিট রিপোর্টও প্রস্তুত রয়েছে, যা শিগগিরই প্রকাশ করা হবে।
উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বলেন, “গত ২৭ আগস্ট থেকে এ পর্যন্ত প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৯১ কোটি ৪৩ লাখ ২৮ হাজার ৮ টাকা জমা পড়েছে।”
দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যা দুর্গতদের জন্য এই তহবিলের সহযোগিতা বন্যাপরবর্তী পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।