ঢাকা: সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী সোহানা সাবা আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। আওয়ামীপন্থি ‘আলো আসবেই’ গ্রুপে অংশগ্রহণ এবং সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন তার ভূমিকা নিয়ে বারবার সমালোচিত হয়েছেন এই অভিনেত্রী। এরই ধারাবাহিকতায়, ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ থেকে পালানোর গুজবের পর থেকে সোহানা সাবা বিভিন্ন স্ট্যাটাসের মাধ্যমে সমালোচকদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়েছেন।
এক সাম্প্রতিক ফেসবুক স্ট্যাটাসে সোহানা দাবি করেন, তিনি কোনো অনৈতিক কাজ করেননি। বরং তার আইডি হ্যাক করার চেষ্টা থেকে এসব বিতর্কিত কর্মকাণ্ড ঘটানো হচ্ছে।
তিনি আরও বলেন, “কিছু মানুষ গত ১৮ বছর ধরে আমাকে ফলো করছে, ইনবক্সে নক করছে এবং ফ্রেন্ডলিস্টে স্থান পেতে রিকোয়েস্ট পাঠাচ্ছে। তারা হ্যাকড আইডি থেকে পাওয়া গ্রুপ ইনভাইটেশন পেয়ে পুলকিত! তাদের জন্য এটি খুবই আনন্দের বিষয়। তারা ছ্যাঁচড়ামির প্রমাণ দিয়ে স্ক্রিনশট পোস্ট করে লাইক-কমেন্ট কামাচ্ছে।”
সোহানা সাবার বক্তব্যের মাধ্যমে তিনি তার সমালোচকদের উদ্দেশ্য করে বলেন, “আপনারা আমাকে ফলো করছেন, কিন্তু নিজের আত্মসম্মানও হারাচ্ছেন। আমি যদি পুরুষ হতাম, তাহলে হয়তো আপনারা এত সহজে আত্মসম্মান বিসর্জন দিতেন না।”
তিনি আরও একটি পোস্টে সতর্ক করেন, “যদি কিছু বলতে চান, নিজের সোশ্যাল মিডিয়া ওয়ালে বলুন। আমার কমেন্ট বক্সে এসে নিজের লাইক-কমেন্ট-শেয়ার বাড়ানোর চেষ্টা করলে, আমি আপনাকে কট করে কেটে দেব।”
সোহানা সাবার এই কঠোর বার্তাগুলো সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। তবে তার বক্তব্যের সত্যতা নিয়ে এখনও প্রশ্ন তুলেছেন অনেক নেটিজেন।