উত্তর প্রদেশের হাতরাস জেলায় বেসরকারি স্কুলের এক শিক্ষার্থীকে কুসংস্কারের বশে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্কুলের উন্নতির আশায় এই নিষ্ঠুর ঘটনা ঘটেছে বলে দাবি করেছে নিহত শিক্ষার্থীর পরিবার। ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিহত ছাত্রটি দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। গত ২৩ সেপ্টেম্বর তার মৃত্যুর খবর পাওয়া যায়। হাতরাস জেলার শিক্ষা কর্মকর্তা স্বাতী ভারতি এই ঘটনায় স্কুলটি বন্ধ করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, স্কুলের ম্যানেজারের বিরুদ্ধে হত্যার মামলা দায়ের করেছেন।
পুলিশের ধারণা, কুসংস্কারমুক্তির জন্য স্কুলের উন্নতির আশায় ওই শিক্ষার্থীকে হোস্টেলের মধ্যে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ছাত্রের ঘাড়ের হাড় ভেঙে গিয়েছিল এবং তার ঠোঁট নীল হয়ে গিয়েছিল।
এই ঘটনায় রামপ্রকাশ সোলাঙ্কি, দীনেশ বঘেল, যশধন সিং, লক্ষ্মণ সিং এবং বীরপাল সিং নামের পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের প্রত্যেককে জেল হেফাজতে রাখা হয়েছে।
নিহত ছাত্রের বাবা অভিযোগ করেছেন, তার ছেলেকে হোস্টেলের ভেতর নির্মমভাবে হত্যা করা হয়েছে। তিনি এই ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।
স্থানীয় প্রশাসন বিষয়টি নিয়ে গভীর তদন্ত করছে এবং অপরাধীদের উপযুক্ত শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।