অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি বা কোনো অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করলে তাদের পুলিশে ধরিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে এ বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেন তিনি।
ড. আসিফ নজরুল জানান, তিনি সরকারে আসার আগে এবং পরে বিভিন্ন জনের সঙ্গে ছবি তুলেছেন। এ ধরনের ছবি ব্যবহার করে কেউ কেউ চাঁদাবাজি ও অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করছেন বলে তিনি জানতে পেরেছেন। তিনি বলেন, “কেউ যদি আমার নাম বা ছবি ব্যবহার করে চাঁদাবাজি কিংবা অন্য কোনো অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করে, দয়া করে তাকে পুলিশের হাতে তুলে দিন। মামলা করে আমাকে জানালে আমি এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার চেষ্টা করবো।”
তিনি আরও বলেন, “আমি বা অন্তর্বর্তী সরকারের কেউ কোনো ধরনের অবৈধ কাজে প্রশ্রয় দেবো না। যারা এমন কর্মকাণ্ডে জড়িত, তাদেরকে কঠোর হুঁশিয়ারি দিচ্ছি। বাংলাদেশের মানুষের সঙ্গে কোনো অন্যায় করবেন না, আমাদের নাম ব্যবহার করবেন না।”
অবৈধ কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।