চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাউজান উপজেলার গহিরায় এ অভিযান চালায় জেলা পুলিশ। এ সময় হত্যাকাণ্ডের মামলার আসামি চৌধুরীর ছেলে ফারাজ করিম চৌধুরীকেও গ্রেফতারের চেষ্টা করা হয়, তবে তিনি সেখানে উপস্থিত ছিলেন না।
জানা গেছে, বিশেষ সূত্রের ভিত্তিতে সাবেক এমপির বাড়িতে অভিযান চালায় জেলা পুলিশ ও রাউজান থানা পুলিশ। অভিযানে উদ্ধার করা হয় রিভলবার, পিস্তল, রাইফেল, শটগান, দুটি টিয়ার গ্যাস লঞ্চার, বিপুল পরিমাণ গুলি, এক নলা বন্দুক, বিস্ফোরক দ্রব্য এবং ককটেলসহ বিভিন্ন দেশি-বিদেশি অস্ত্র। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে কেবল রাইফেলের লাইসেন্স ছিল, তবে সময়মতো বৈধ অস্ত্র জমা না দেয়ায় সেটিও অবৈধ হয়ে যায়। বাকি সব অস্ত্রই অবৈধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এ ঘটনায় রাউজান থানায় মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, ৩ সেপ্টেম্বরের মধ্যে পুলিশের নির্দেশিত সময়সীমায় বৈধ অস্ত্র জমা দেওয়ার আদেশ জারি করা হয়েছিল, যা উপেক্ষা করা হয়। এর আগে, ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা থেকে ফজলে করিমসহ তিনজনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।